২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি
-

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৮৫. হিসাব সচেতনতা মানুষকে কী হিসেবে গড়ে তুলে?
(ক) তথ্যের সংরক্ষক হিসেবে (খ) আত্মবিশ্বাসী হিসেবে
(গ) কারবারের মালিক হিসেবে (ঘ) ব্যবসায়ের নিরীক্ষক হিসেবে
৮৬. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে কোনটি?
(ক) সঠিক হিসাবরক্ষণ
(খ) অধিক মূলধন বিনিয়োগ
(গ) অধিক সংখ্যক কর্মী নিয়োগ (ঘ) কম মূল্যে পণ্য বিক্রি
৮৭. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে-
i. সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে
ii. নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে
iii. মালিককে অধিক মুনাফা অর্জনে সহায়তার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৮৮. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো-
i. পাওনাদার
ii. ব্যবস্থাপক
iii. সরকার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর : ৮৫. খ, ৮৬. ক, ৮৭. ক, ৮৮. খ।


আরো সংবাদ



premium cement