২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

সপ্তম অধ্যায় : তরঙ্গ ও শব্দ
-

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘সপ্তম অধ্যায় : তরঙ্গ ও শব্দ’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
২০। অল্প বিস্তারে দোলায়মান ববের গতি-
i) পর্যায়বৃত্ত গতি
ii) স্পন্দন গতি
iii) সরলরৈখিক গতি
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২১। যান্ত্রিক তরঙ্গ উদ্ভব হয়-
i) কঠিন মাধ্যমে
ii) তরল মাধ্যমে
iii) বায়ু মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২২। নিচের তথ্যগুলো লক্ষ করো-
i) যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন
ii) তাড়িত চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না
iii) মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৩। তরঙ্গের-
i) প্রতিফলন ঘটে
ii) প্রতিসরণ ঘটে
iii) উপরিপাতন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৪। তরঙ্গ প্রবাহের ক্ষেত্রে-
i) শক্তি ও তথ্য সঞ্চারিত হয়
ii) তরঙ্গ বেগ এবং মাধ্যমের কণাগুলোর স্পন্দনের বেগ একই থাকে
iii) সাম্যাবস্থানে মাধ্যমের কণাগুলোর বেগ সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii
গ) i, iii ঘ) ii, iii
২৫। কম্পাঙ্কের একক হচ্ছে-
i) Hz
ii) S-1 iii) S
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i, ii
ঘ) ii, iii
২৬। অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হলো-
i) আলোক তরঙ্গ
ii) শব্দ তরঙ্গ
iii) বেতার তরঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii
গ) i, iii ঘ) i, ii, iii
উত্তর : ২০.ঘ, ২১.ঘ, ২২.ঘ, ২৩. ঘ, ২৪.গ, ২৫.গ, ২৬.গ।


আরো সংবাদ



premium cement