২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : বাংলা

কবিতা : সংকল্প
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : সংকল্প’ থেকে আরো ৩টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ লিখ।
উত্তর : চলিত রূপ সাধু রূপ
আঁকব আঁকিব
দেখব দেখিব
ঘুরছে ঘুরিতেছে
মরছে মরিতেছে
ছুটছে ছুটিতেছে
আসছে আসিতেছে
চলছে চলিতেছে
প্রশ্ন : সংকল্প কবিতায় কবি কী কী সংকল্প করেছেন, তা বিস্তারিত লিখ।
উত্তর : ‘সংকল্প’ কবিতায় কবি যেসব সংকল্প করেছেন সেসব নিচে দেয়া হলো-
১. জগৎটা ঘুরে দেখবেন।
২. যুগ থেকে যুগে মানুষ কিভাবে বেঁচে আসছে তা বুঝতে চেষ্টা করবেন।
৩. এক দেশ থেকে আরেক দেশে মানুষ কেন ছোটাছুটি করে বেড়াচ্ছে তা দেখবেন।
৪. অগুনতি সাহসী ব্যক্তি কিসের উন্মাদনায় বিপদ তুচ্ছ করে নানা কাজে ঝাঁপিয়ে পড়ছে, মৃত্যু পর্যন্ত বরণ করছে- সেসব তিনি দেখবেন।
৫. সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কিভাবে মুক্তা সংগ্রহ করে কিংবা দুঃসাহসী বৈমানিক কিভাবে আকাশে পাড়ি জমায়- তা তিনি জানবেন।
৬. হাউই বা রকেটে চড়ে কে বা কারা চাঁদের দেশে যেতে চায়। কিংবা মঙ্গল গ্রহ থেকে আমাদের পৃথিবীর বুকে কোনো সঙ্কেত ভেসে আসছে কি না, তাও তিনি জানতে চান।
৭. মাটির নিচে পাতালে কী আছে বা মাটির উপরে আকাশে কী আছে তা জানার জন্য তিনি পাতাল ও মহাকাশে অভিযান চালাবেন।
৮. তিনি সারা পৃথিবী জয় করবেন, নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে পৃথিবীকে নেড়েচেড়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।
প্রশ্ন : এক কথায় প্রকাশ করো।
উত্তর : এক যুগের পর আরেক যুগ- যুগান্তর।
আকাশগামী আতশবাজি- হাউই।
বলবীর্যশালী পুরুষ- বীর।
অত্যধিক সাহসী- দুঃসাহসী।
অত্যন্ত আসক্তি- নেশা।


আরো সংবাদ



premium cement