২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

গল্প : অতিথির স্মৃতি
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৪। ‘ব্যাধ’ শব্দটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে ?
ক) জেলে সম্প্রদায় বিশেষ
খ) কৃষকশ্রেণী বিশেষ
গ) বেনে সম্প্রদায় বিশেষ
ঘ) শিকারি জাতি বিশেষ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
‘এক কক্ষে ভাই লয়ে, অন্য কক্ষে ছাগ,
দুজনের বাঁটি দিল সমান সোহাগ’
১৫। উদ্ধৃতাংশে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন ভাবটি ফুটে উঠেছে?
ক) শিশুর প্রতি ভালোবাসা
খ) মানুষের প্রতি ভালোবাসা
গ) মানুষ ও জীবের ভালোবাসা
ঘ) পশুর প্রতি মমত্ব
১৬। উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটির প্রতিফলন ঘটেছে নিচের চরণে-
i) ওকে খেতে দিও
ii) আয় অতিথি, ঘরে আয়
iii) একদৃষ্টে চেয়ে আছে অতিথি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) iii
ঘ) i, ii ও iii
১৭। বৃদ্ধরা ক্ষুধা আহরণের পর দ্রুত বাসায় ফিরছেন কেন?
ক) ব্যাধিগ্রস্ত বলে
খ) চোখে কম দেখে বলে
গ) বৃষ্টি হচ্ছিল বলে
ঘ) প্রচণ্ড শীত পড়েছে বলে
১৮। শফিক বেরিবেরিতে আক্রান্ত হয়ে ২৪ দিন স্কুলে যেতে পারেনি- উক্তিটির ব্যবহৃত ‘বেরিবেরি’ শব্দটি ‘অতিথির স্মৃতি’ গল্পটিতে কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?
i) শোথ জাতীয় রোগ
ii) পা-ফুলা জাতীয় রোগ
iii) যক্ষ্মা জাতীয় রোগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) iii ঘ) i, ii ও iii
উত্তর : ১৪. ঘ, ১৫. গ, ১৬. ঘ, ১৭. ক, ১৮. ক।


আরো সংবাদ



premium cement