২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

গদ্যাংশ : সাহিত্যের রূপ ও রীতি
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘গদ্যাংশ : সাহিত্যের রূপ ও রীতি’ থেকে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।’
১। উদ্ধৃত অংশটি কোন শ্রেণীর গীতি কবিতা?
ক) ভক্তিমূলক
খ) প্রেমমূলক
গ) স্বদেশপ্রীতিমূলক
ঘ) প্রকৃতিবিষয়ক
২। সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য-
i) মনোরঞ্জন
ii) পাঠক তুষ্টি
iii) আনন্দ দান
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
৩। শূপর্ণখাঁ কার বোনের নাম?
ক) মেঘনাদের খ) বীরবাহুর
গ) রাবণের ঘ) হনুমানের
৪। সাহিত্যের বিভিন্ন শাখাকে সার্বিকভাবে কী বলা হয়?
ক) সাহিত্যের রূপ
খ) সাহিত্যের রীতি
গ) সাহিত্যের সমালোচনা
ঘ) সাহিত্যের প্রকারভেদ
৫। সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি?
ক) বেদনা খ) দুঃখ
গ) বর্ণনা ঘ) সৃজনশীলতা
৬। সাহিত্যের আলঙ্কারিক বলতে বোঝায়-
i) যারা সাহিত্যের রূপ নিয়ে আলোচনা করেন
ii) যারা সাহিত্যের রীতি নিয়ে আলোচনা করেন
iii) যারা সাহিত্যের প্রকাশনা জগৎ নিয়ে আলোচনা করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। সাহিত্যের শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনাকে কী বলা হয়?
ক) সাহিত্যের রূপ
খ) সাহিত্যের রীতি
গ) সাহিত্যের সমালোচনা
ঘ) সাহিত্য পর্যবেক্ষণ
৮। সাহিত্যের রূপ = উপন্যাস, গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ প্রভৃতি হলে সাহিত্যের রীতি = ?
ক) দীর্ঘ-সংক্ষিপ্ত গদ্যভাষা-পদ্যভাষা, সংলাপময় বর্ণনাময় প্রভৃতি
খ) মহাকাব্য-গীতিকবিতা, ট্র্যাজেডি-কমেডি, তন্ময়-মন্ময় প্রভৃতি
গ) হাসি, কান্না, দ্রোহ, ভাবালুতা প্রভৃতি
ঘ) যুদ্ধবিগ্রহ, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক
উত্তর: ১.গ, ২.গ, ৩.গ, ৪.ক, ৫. ঘ, ৬.ক, ৭.খ, ৮.ক।


আরো সংবাদ



premium cement