২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

গল্প : অতিথির স্মৃতি
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
বাগানের মালি তিথি। বাগানের প্রতিটি গাছ সে সন্তানের মতো যত্ন করে। একটি বড় গাছ হঠাৎ মরে গেলে তিথির মন খুবই খারাপ হয়। বিক্রি বা কেটে ফেলার কথা তো সে ভাবতেই পারে না।
৪। ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন দৃষ্টিকোণে রচনা করা হয়েছে?
ক) উত্তম পুরুষের দৃষ্টিকোণে
খ) সর্বজ্ঞ দৃষ্টিকোণে
গ) প্রান্তিক চরিত্রের দৃষ্টিকোণে
ঘ) তুলনামূলক চরিত্রের দৃষ্টিকোণে
৫। কোন গাছের ডালে বৌ পাখিদ্বয় প্রতি দিন আসত?
ক) আম গাছের খ) বকুল গাছের
গ) ইউক্যালিপটাস গাছের
ঘ) সুপারি গাছের
৬। দরিদ্র ঘরের মেয়েটির ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য-
i) বয়স চব্বিশ-পঁচিশ
ii) দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর
iii) শক্তি নেই নিজের দেহটাকে টানবার
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
৭।‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক ব্যতীত অন্যদের অতিথির প্রতি ফুটে উঠেছে-
ক) ঘৃণা ও অবহেলা
খ) অযত ও অবহেলা
গ) সহানুভূতি ও ভালোবাসা
ঘ) অসহযোগিতা ও অবহেলা
৮। শেষ রাতে সবার আগে উঠত এবং একটু দেরিতে আসত যে পাখিগুলো, তা হলো-
i) দোয়েল, শালিক, টুনটুনি
ii) দোয়েল ও শ্যামা
iii) দোয়েল, শ্যামা বেনে-বৌ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii
উত্তর : ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ঘ, ৮. গ।


আরো সংবাদ



premium cement