২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : একাত্তরের দিনগুলি
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : একাত্তরের দিনগুলি’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১২। ‘একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই।’ - এ চরণটির ভাবার্থ হচ্ছে-
র) একতা রর) ভ্রাতৃত্ববোধ
ররর) সহনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩। গেরিলা বাহিনী কোন তাৎপর্য বহন করে?
ক) প্রকাশ্যে হামলা
খ) রাতের বেলা হামলা
গ) কৌশলে শত্রু হনন
ঘ) গরিলার মতো হামলা
১৪। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখক কী ব্যক্ত করেছেন?
ক) হৃদয়ের যন্ত্রণা
খ) সন্তানের প্রতি ভালোবাসা
গ) হানাদার বাহিনীর নির্মমতা
ঘ) আত্মমর্যাদাবোধ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘লাইব্রেরিতে নানা রকম বই পড়ত মিনা। কিন্তু কলেরায় মা-বাবাকে হারিয়ে সব রকমের পড়াশোনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে সে। আজ কয়েক দিন পর বই পড়ায় ডুবে থাকল মিনা।’
১৫। উদ্দীপকের মিনা ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) রুমি খ) জামী
গ) লেখিকা ঘ) শরীফ
১৬। উক্ত চরিত্র ও মিনা- উভয়ই বই পড়ার কারণ হলো-
i) বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখতে
ii) কিছু সময়ের জন্য দুঃখ-কষ্ট ভুলে যেতে
iii) শোকার্ত অবস্থা কাটিয়ে উঠতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। চরমপত্র বলতে কী বোঝায়?
ক) আদেশ খ) উপদেশ
গ) অনুরোধ
ঘ) জিজ্ঞাসা
১৮। কোন নামটা জাহানারা ইমাম আগে কখনো শোনেননি?
ক) সিজার আহমদ
খ) সালেহ আহমদ
গ) সিয়াম আহমদ
ঘ) শাফিন আহমদ
১৯। ‘গেরিলা’ কারা?
ক) বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিকামী
খ) অতর্কিত আক্রমণকারী
গ) বিশেষ সাজে সজ্জিত সেনাসদস্য
ঘ) সম্মুখযুদ্ধে অব্যর্থ সেনাদল
উত্তর : ১২.গ, ১৩.গ, ১৪.ক, ১৫. গ, ১৬. ক, ১৭.ক ১৮.খ ১৯.খ ।


আরো সংবাদ



premium cement
মুসলিম না বাঙালি বনাম বাঙালিত্বের ঐতিহাসিক পটভূমি ৩ জানুয়ারি বাংলাদেশে আসছেন মসজিদুল আকসার ইমাম ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রেস সচিব ‘প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে’ ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ আয়কর রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়লো সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা গ্রেফতার অতিসত্বর নির্বাচন হওয়া দরকার : আমীর খসরু জেলখানায় হত্যা : শেখ হাসিনা ও জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সকল