২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ০৯ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : কাজ, ক্ষমতা ও শক্তি’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২০। বায়োমাস গঠিত হয় কোন প্রক্রিয়ায়?
ক) ব্যাপন খ) অভিস্রবণ
গ) শ্বসন ঘ) সালোকসংশ্লেষণ
২১। স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভূমি স্পর্শ করার মুহূর্তে-
i) সমস্ত শক্তিই বিভবশক্তি
ii) সমস্ত শক্তিই গতিশক্তি
iii) বিভবশক্তি শূন্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i, iii ঘ) ii, iii
২২। কাজের উদাহরণ হচ্ছে-
i) বলদের মাঠে লাঙল টানা
ii) বইকে ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেয়া
iii) কোনো দেয়ালকে জোরে ঠেলা মারা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৩। কাজের পরিমাণ নির্ভর করে-
i) প্রযুক্তি বলের ওপর
ii) সময়ের ওপর
iii) দূরত্বের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৪। বলের দ্বারা কাজের উদারণ হচ্ছে-
i) গাছ থেকে ফল মাটিতে
ii) ছাদ থেকে এক ঢিল নিচে পড়া
iii) রকেটের উৎক্ষেপণ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৫। বলের বিরুদ্ধে কাজের উদহারণ হচ্ছে-
i) ব্রিজ থেকে নদীতে লাফ দেয়া
ii) দড়ি বেয়ে পাহাড়ে ওঠা
iii) সিঁড়ি বেয়ে উপরে ওঠা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৬। চিত্রে অভিকর্ষজ বিভব শক্তি সম্পর্কে কোন তথ্যটি মানানসই-
i) অভিকর্ষজ ত্বরণ ও ভর
ii) ভর ও উচ্চতা iii) সময় ও তল
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i, ii ঘ) i, iii
উত্তর: ২০.ঘ, ২১.ঘ, ২২.ক, ২৩. খ, ২৪.ক, ২৫.গ, ২৬.গ।