এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ২৬ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. হিসাববিজ্ঞানের তিনটি 'অ' দ্বারা কী বুঝায়?
(ক) American Accounting Association
(খ) Asian Accounting Association
(গ) American Accountants Association
(ঘ) American Accounting Academy
২. হিসাববিজ্ঞানের জনক কে? (ক) জে আর বাটলিবয়
(খ) আর এন কার্টার
(গ) লুকা প্যাসিওলি
(ঘ) হারমেনসন
৩. FASB-এর পূর্ণরূপ কী? (ক) Financial Accounting Standard Board
(খ) Financial Accounting Standards Board
(গ) Financing Accounting Standards Boards
(ঘ) Financial Account Standard Boards
৪. AAA-এর পূর্ণরূপ কী? (ক) American Accounting Association
(খ) Asian Accounting Association
(গ) Accounting Association of America
(ঘ) Accounting Association of Africa
৫. আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায়?
(ক) আমেরিকা (খ) ভারত
(গ) ইতালি (ঘ) ইংল্যান্ড
উত্তর : ১. ক, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. গ।