২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৬। জ্ঞানের সৃষ্টি মনসাপেক্ষ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মনের স্পর্শে জ্ঞান সার্থক হয়
খ) মন ও জ্ঞান পরস্পর পরিপূরক
গ) জ্ঞানার্জনের প্রেরণা ও উদ্যম মন দ্বারা পরিচালিত হয়
ঘ) মন সব কিছু আহরণের সাথে সাথে জ্ঞানও আহরণ করে
১৭। ‘চাই, চাই, আরো চাই- এই চাওয়ার কারণ হলো-
i) অর্থচিন্তা দূর করা
ii) অন্নচিন্তার সমাধান করা
iii) জীবসত্তাকে বাঁচিয়ে রাখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি
আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি।’
১৮। উদ্দীপকের বোধটি কিসের পরিচায়ক?
ক) প্রকৃত শিক্ষার ফল
খ) আত্মিক মুক্তি
গ) মনুষ্যত্বের বেড়ি উন্মোচন
ঘ) চিন্তার স্বাধীনতা
১৯। উক্ত বোধটির ইঙ্গিত করে নিচের যে চরণ, তা হলো-
i) সুশৃঙ্খল সমাজব্যবস্থা নিশ্চিত করা
ii) প্রচুর অন্ন-বস্ত্র পেলে যে মানুষ কারাগারকে কারাগারই মনে করবে
iii) শিক্ষা ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করে তোলে
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। লেফাফাদুরস্ত আর শিক্ষা এক কথা নয়- এই লেফাফাদুরস্ত কী?
ক) বিদ্যা জাহির করার প্রবণতা
খ) বাইরে ঠিকঠাক ভিতরে ফাঁকা
গ) অল্পবিদ্যার ভয়ঙ্করতা
ঘ) ভালো মানুষ সেজে প্রতারণা করা
২১। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষ’ বলতে বোঝানো হয়েছে সেই মানুষদের, যারা-
(ক) অন্নবস্ত্রের সংস্থানসম্পন্ন কিন্তু চেতনায় মুক্তিহীন
(খ) চেতনার মুক্তি এবং অন্নবস্ত্রের সংস্থানসম্পন্ন
(গ) চেতনার মুক্তিসম্পন্ন
ঘ) অন্নবস্ত্রহীন এবং পরাধীনতায় আবদ্ধ
উত্তর: ১৬.গ, ১৭.ঘ, ১৮.খ ১৯. ক, ২০.খ, ২১.ক।


আরো সংবাদ



premium cement