২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ১৪ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩-৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।
মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ
পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ।’
৩। উদ্দীপকে ফুটে ওঠা দিক হলো-
i) বই মানুষের মনের খোরাক জোগায়
ii) চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা
iii) মুক্তির জন্য দু’টি উপায় অবলম্বন করতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও iii
৪। উদ্দীপকে শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করে?
ক) শিক্ষার প্রয়োজনীয় দিক
খ) শিক্ষার অপ্রয়োজনীয় দিক
গ) লেফাফা দুরস্তি
ঘ) অর্থসাধনাই জীবন সাধনা নয়
৫। উক্ত ইঙ্গিতবহ দিকটির সমান্তরাল বাক্যাংশ হচ্ছে-
i) শিক্ষাগ্রহণে সবার জীবনে সোনা ফলে না
ii) মনুষ্যত্ববোধের মধ্যেই মানবজীবনের প্রকৃত সত্তা নিহিত
iii) মুক্তির জন্য দু’টি উপায় অবলম্বন করতে হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও iii
৬। শিক্ষা মানবজীবনে তখনই সোনা ফলাবে, যখন মানুষ-
i) অর্থচিন্তা থেকে মুক্তি পাবে
ii) জীবন সাধনায় ব্রত হবে
iii) ক্ষুৎপিপাসায় মত্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। মোতাহের হোসেন চৌধুরী মূলত গদ্যকার হলেও বেশ কিছু কী রচনা করেছেন?
(ক) উপন্যাস (খ) নাটক
(গ) কবিতা (ঘ) গজল
উত্তর : ৩.গ ৪.খ ৫.ক ৬.ক ৭. গ।