২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : নিমগাছ গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ০৯ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : নিমগাছ’ থেকে আরো ৫টি এবং ‘গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব’ থেকে থেকে ২টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
গদ্যাংশ : নিমগাছ
৩১। একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাক্যটিতে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে?
ক) রূপক
খ) উপমা
গ) প্রতীক
ঘ) উৎপ্রেক্ষা
৩২। নিমগাছকে ‘শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ’- এখানে কী প্রকাশ পেয়েছে?
ক) ধর্মের অনুভূতি
খ) বৃক্ষের প্রতি ভালোবাসা
গ) ঔষধি গুণের জন্য কদর
ঘ) বৃক্ষের প্রতি বাড়াবাড়ি
৩৩। নিমগাছটা লোকটার সাথে যেতে পারল না কেন?
ক) বাড়ির মালিকের অনুমতি নেই
খ) শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত
গ) হাঁটতে পারে না
ঘ) লোকটির অনীহা
৩৪। সে আর এক আবর্জনা- বাক্যটি কী নির্দেশ করে?
ক) উপদ্রব
খ) নতুন আপদ
গ) অপ্রয়োজন
ঘ) বিরক্তি
৩৫। ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক লাইন কোনটি?
ক) ১ম লাইন
খ) ৭ম লাইন
গ) শেষ লাইন
ঘ) দশম লাইন
উত্তর: ৩১.ক, ৩২.গ ৩৩.খ, ৩৪. খ, ৩৫.গ।
গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব
১। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের ওপিঠ কোনটি?
ক) যত গর্জে তত বর্ষে না
খ) আঙুল ফুলে কলাগাছ
গ) হাতে পাঁজি মঙ্গলবার
ঘ) বিদ্যায় সরস্বতী
২। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে কোনটি প্রতিফলিত হয়েছে?
ক) কর্মের গুরুত্ব
খ) শিক্ষার গুরুত্ব
গ) মনুষ্যত্বের গুরুত্ব
ঘ) মূল্যবোধের গুরুত্ব
উত্তর : ১.খ, ২.গ।