২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৪৫তম বিসিএস পরীক্ষা : সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলী

-

সুপ্রিয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলী’ থেকে ৭টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
উত্তর: গ. ১৯৭৪ সালে।
২. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
খ. উন্নয়নের গতিধারা
গ. মাইক্রোক্রেডিট
ঘ. বৈদেশিক সাহায্য
উত্তর: ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য।
৩. ‘অলিভ টারটল ’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
ক. সেন্টমার্টিন
খ. রাঙ্গাবালি
গ. চর আলেকজান্ডার
ঘ. ছেড়া দ্বীপ
উত্তর: ক. সেন্টমার্টিন।
৪. BIMSTEC কি ধরনের সংগঠন?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক
গ. বাণিজ্যিক ঘ. সমাজিক
উত্তর: অর্থনৈতিক।
৫. সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৮৫সালে ঢাকায়
খ. ১৯৮৩ সালে দিল্লিতে
গ. ১৯৮৪ সালে কলম্বোতে
ঘ. ১৯৮৬ সালে মালেতে
উত্তর: ক. ১৯৮৫ সালে ঢাকায়।
৬. বাংলাদেশের কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
ক. ২ বার খ. ৩ বার
গ. ৪ বার ঘ. ১ বার
উত্তর: ক. ২ বার।
৭. বাংলাদেশের সরকারি কর্মকমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
ক. ১৩৬ খ. ১৩৭
গ. ১৩৮ ঘ. ১৪০(২)
উত্তর: খ. ১৩৭ ।


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল