২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৪. উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত-
i. ইমবাইবিশন ii. ব্যাপন
iii. পিনোসাইটোসিস
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, ii ও ii ঘ) i ও iii
১৫. উচ্চ রক্তচাপের কারণ-
i. দেহের ওজন বেড়ে যাওয়া
ii. পিতামাতার এ রোগ থাকা
iii. দৈহিক পরিশ্রম কম করা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) i, ii ও iii ঘ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মানুষের বক্ষগহ্বরের বাম পাশে ফুসফুসের মাঝখানে একটি ক্রিকোনাকার ফাঁপা অঙ্গ রয়েছে, যা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত এবং পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে।
১৬. উদ্দীপকে আলোচিত অঙ্গটির নাম কী?
ক) হৃৎপিণ্ড খ) যকৃৎ
গ) রক্ত ঘ) পাকস্থলী
১৭. উক্ত অঙ্গটির ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. অঙ্গটির প্রাচীরে তিনটি স্তর থাকে
ii. এর ভেতরের স্তর ফাঁপা এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত
iii. এর বাইরের স্তরকে মায়োকার্ডিয়াম বলে
নিচের কোনটি সঠিক?
ক) i, iii খ) i, ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮. হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী?
ক. এপিকার্ডিয়াম
খ. মায়োকার্ডিয়াম
গ. পেরিকার্ডিয়াম
ঘ. এন্ডোকার্ডিয়াম
১৯. আরাফাত পায়েস খাওয়ার সময় টসটসে কিশমিশ দেখতে পেল। কিশমিশ টসটসে হওয়ার কারণ কী?
ক. ব্যাপন খ. শোষণ
গ. অভিস্রবণ ঘ. ইমবাইবিশন
উত্তর: ১৪.ক, ১৫.গ, ১৬.ক, ১৭. খ, ১৮.গ, ১৯.গ।


আরো সংবাদ



premium cement
তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তৈরি করবে চীন মির্জাপুরে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনভূমি উদ্ধার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ জামায়াতের কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ শ্রীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহতের ঘটনায় মামলা ইরানের কাছে ৩০০ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করল সিরিয়ার নতুন সরকার সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

সকল