২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ০৫ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায়: ভৌত রাশি ও পরিমাপ’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮। ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ঐ দাগই হবে-
ক) ভার্নিয়ার ধ্রুবক
খ) যান্ত্রিক ত্রুটি
গ) ভার্নিয়ার সমপাতন
ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স
৯। তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) একটি
১০। কোনটি মৌলিক রাশি?
ক) বেগ
খ) বল
গ) সময়
ঘ) তাপ
১১। নিচের কোনটি মৌলিক রাশি নয়?
ক) তাপমাত্রা
খ) দীপন তীব্রতা
গ) দীপন ক্ষমতা
ঘ) তড়িৎপ্রবাহ
১২। যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে?
ক) সিংহ রাশি
খ) মকর রাশি
গ) লব্ধ রাশি
ঘ) মৌলিক রাশি
১৩। কোনটি মৌলিক রাশি?
ক) দীপন তীব্রতা
খ) দীপন ক্ষমতা
গ) শক্তি
ঘ) তাপ
১৪। এককের সংকেত দেখা হয়-
i) বড় হাতের হরফে
ii) ছোট হাতের হরফে
iii) ব্যক্তির নাম থেকে গৃহীত এককের প্রথম অক্ষর বড় হাতের হরফে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
১৫। কোনো স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ৫০ এবং পিচ যদি ১২ মি.মি. হয় তবে উক্ত যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে?
ক) ০.০১ মি. মি.
খ) ০.১ মি. মি.
গ) ০.০৫ মি. মি.
ঘ) ০.০০৫ মি. মি.
উত্তর : ৮. গ, ৯. ক, ১০. গ, ১১. খ ১২. ঘ, ১৩. খ, ১৪. গ ১৫. ক।