২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা
অধ্যায় এক : আকাইদ ও নৈতিক জীবন- আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, বাংলা বিভাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা
- ০৫ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘অধ্যায় এক : আকাইদ ও নৈতিক জীবন’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১০। তাওহিদে বিশ^াস মানুষকে যা করে তা হলো-
ক. স্ব-মহিমায় অধিষ্ঠিত
খ. আত্মপ্রত্যয়ী ও মর্যাদায় অধিষ্ঠিত
গ. আল্লাহর প্রতি আস্থাবান
ঘ. অন্যান্য সৃষ্টির প্রতি দরদি
১১। নবী-রাসূলের শিক্ষা প্রচারের ভিত্তি ছিল-
ক. পরকাল
খ. তাওহিদ
গ. রিসালাত
ঘ. আখিরাত
১২। কোন শব্দটির বহুবচন নেই?
ক. সাহাবি খ. আল্লাহ
গ. তাবেয়ি ঘ. নবী
১৩। সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী-
ক. রিজিকের জন্য
খ. রিসালাতের জন্য
গ. জীবনের জন্য
ঘ. ক্ষমতার জন্য
১৪। আল্লাহর অস্তিত্বে অবিশ^াস করা-
ক. কুফর
খ. ফাসিক
গ. শিরক
ঘ. ফিসক
১৫। হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা-
ক. কুফর খ. নিফাক
গ. শিরক ঘ. ফিসক
১৬। যে অপরাধের জন্য মানুষ চিরকালের জন্য ব্যর্থ ও হতাশ হয়ে যায়-
ক. কুফর ও নাফরমানি
খ. মিথ্যা ও অলসতা
গ. প্রতারণা ও পাপাচার
ঘ. অলসতা ও মিথ্যা
১৭। হতাশা কিসের পরিণতি?
ক. কুফরের
খ. পাপের
গ. মিথ্যার
ঘ. শিরকের
১৮। সবচেয়ে বড় জুলুম কোনটি?
ক. ডাকাতি খ. শিরক
গ. হত্যা ঘ. কুফর
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একদা মনির মাজারে সিজদা করতে গিয়ে খাদেম কর্তৃক বিতাড়িত হন।
১৯। মনিরের এরূপ কাজের প্রবণতা ইসলামের দৃষ্টিতে-
i. তওবার অযোগ্য
ii. মানবতার অমর্যাদা
iii. অমার্জনীয় অপরাধ
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
২০। খাদেম মনিরকে বাধা দিয়ে-
ক. ঈমানি দায়িত্ব পালন করেছেন
খ. মাজারের মর্যাদা ক্ষুণ করেছেন
গ. কাফির থেকে বাঁচিয়েছেন
ঘ. নিফাক থেকে বাঁচিয়েছেন
২১। কুরআনে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে-
ক. মুনাফিকদেরকে
খ. মুশরিকদেরকে
গ. কাফিরদেরকে
ঘ. পৌত্তলিকদেরকে
২২। ইসলাম ও মুসলিমদের জঘন্য শত্রু-
ক. কাফির
খ. পৌত্তলিক
গ. মুশরিক
ঘ. মুনাফিক
উত্তর : ১০.খ, ১১.খ, ১২.খ, ১৩.ক, ১৪.ক, ১৫. গ, ১৬. ক, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. ক, ২১.ক, ২২.ঘ।