২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : মানুষ মুহম্মদ (স.)
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘মানুষ মুহম্মদ (স.)’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২১। ‘মানুষ মুহাম্মদ (স.)’ প্রবন্ধের বক্তব্য প্রকাশের প্রধান বিষয়বস্তু কী?
ক) মহানবীর ধর্মপ্রচার
খ) মহানবীর মানবীয় গুণাবলি
গ) মহানবীর কর্মমুখর জীবন
ঘ) মহানবীর মানবীয় জীবনাচরণ
২২। হজরত মুহাম্মদ (স.)-এর দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সাথে মিশে নর-নারীর একান্ত প্রিয় করে তুলেছিল কোনটি?
i ) দুঃখ বেদনা ii ) মানবীয় গুণ
iii ) ক্ষমা ও মাহাত্ম্য
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i ও ii
২৩। হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য ছিল-
ক) গৌরবের খ) অনুপ্রেরণার
গ) আশীর্বাদের ঘ) অপমানের
২৪। হযরত মুহাম্মদ (স.)-এর মানবিক গুণ হলো-
i ) ভ্রাতৃপ্রেম
ii ) পৌত্তলিকদের ভালোবাসা
iii ) ক্ষমার আদর্শ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii ও iii গ) iii ঘ) i ও iii
২৫। ইসলাম প্রচার করতে গিয়ে হজরত কোথায় ভীষণ পরীক্ষার সম্মুখীন হন?
ক) মক্কা খ) মদিনা
গ) কুফা ঘ) তায়েফ
২৬। মোহাম্মদ ওয়াজেদ আলী কোনো পত্রিকায় কর্মরত ছিলেন না?
ক) মরু ভাস্কর খ) দৈনিক সেবক
গ) সাপ্তাহিক সওগাত
ঘ) দি মুসলমান
২৭। মানুষ মুহাম্মদ (স.) প্রবন্ধে আবুবকরকে কোনো বিশেষণে ভূষিত করা হয়নি?
ক) স্থিতধী খ) বৃদ্ধ
গ) মহামতি ঘ) কোনোটিই নয়
২৮। কাবা শরিফ কোথায় অবস্থিত ?
ক) মক্কায় খ) মদিনায়
গ) তায়েফে ঘ) সৌদি আরবে
২৯। ‘আমি এমন এক নারীর
সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যকার আহার্য’- মহানবী (স.)-এর এ উক্তিতে প্রকাশ পেয়েছে তাঁর-
i) অকপট সত্যভাষা
ii) নিজের ক্ষুদ্রতা ও তুচ্ছতাবোধ
iii) নিজের অকিঞ্চিৎকরতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ২১.খ, ২২.ক, ২৩.ঘ, ২৪.ঘ, ২৫. ঘ, ২৬. ক, ২৭.ঘ, ২৮.ক, ২৯.ঘ।


আরো সংবাদ



premium cement
নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা ফেসবুকে ১২ দিনের পরিচয়ে প্রেম, গণধর্ষণের শিকার কিশোরী চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সকল