২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : মানুষ মুহম্মদ (স.)
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘মানুষ মুহম্মদ (স.)’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৩। মোহাম্মদ ওয়াজেদ আলী কয়টি পত্রিকা সম্পাদনা করেছেন?
ক) ৩টি খ) ৫টি
গ) ৬টি ঘ) ৭টি
১৪। ‘আমাদের অতি আপনজন হইয়াও মহানবী (স.) অনুকরণীয়’- কারণ তিনি-
ক) দয়াশীল
খ) পরোপকারী
গ) মানবীয় গুণসম্পন্ন
ঘ) মহানুভব
১৫। হজরত মুহম্মদ (স.) যেগুলোকে তুচ্ছজ্ঞান করতেন-
i) রমণীয় রূপ, গৃহস্থের ধনসম্পদ, নেতৃত্বের মর্যাদা
ii) সত্যপ্রকাশ, সাদাসিধা জীবন, কর্মের মর্যাদা
iii) অন্যের সাহায্য, উত্তম আচরণ, নামাজ রোজা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। ‘সত্যের নিবিড় সাধনায় তাঁহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল।’- এ সত্যের মূল উৎস হলো-
i) তৌহিদের বাণী
ii) ব্যক্তিগত সততা
iii) বিশ্বাসের অটলতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) iii
১৭। মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকায় কর্মরত ছিলেন না?
ক) মাসিক মোহাম্মদী
খ) মাসিক সওগাত
গ) দি মুসলমান
ঘ) ওপরের কোনোটিই নয়
১৮। ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ কে?
ক) আবু বকর
খ) হজরত মুহম্মদ
গ) উমর ফারুক
ঘ) ইমাম হাসান
১৯। মুহাম্মদ (স.)কে ‘অনুকরণীয়’ ও ‘বরণীয়’ বলা হয়েছে কেন?
ক) ন্যায়বিচারের জন্য
খ) সুশাসনের জন্য
গ) মানবীয় গুণাবলির জন্য
ঘ) সাহসিকতার জন্য
২০। হজরত মক্কা থেকে মদিনায় গেলেন, যখন বুঝতে পারলেন কুরাইশরা-
ক) তাঁর সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে
খ) তাঁকে বিতাড়িত করতে পারে
গ) সত্যকে গ্রহণ করবে না
ঘ) তাঁকে হত্যা করতে পারে
উত্তর : ১৩.গ, ১৪.গ, ১৫.ক, ১৬.খ, ১৭.খ, ১৮.ক, ১৯.গ, ২০.গ।


আরো সংবাদ



premium cement