২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৩। অ্যামোনিয়াতে কতটি সমযোজী বন্ধন আছে?
ক) 1 খ) 2 গ) 3 ঘ) 4
১৪। গ্রাফাইটের গাঠনিক একক কোষগুলোর আকৃতি কিরূপ?
ক) সমতলাকার
খ) চতুর্ভুজাকার
গ) ষড়ভুজাকার ঘ) চতুস্তলকীয়
১৫। অক্সিজেনের যোগ্যতা ইলেকট্রন কতটি?
ক) 2 খ) 4 গ) 6 ঘ) 8
১৬। ক্লোরিন পরমাণু-
i) হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে
ii) ক্যালসিয়ামের সাথে আয়নিক বন্ধন গঠন করে
iii) ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৭। কার্বনের বিভিন্ন রূপগুলো হলো?
i) হীরা ii) গ্রাফাইট
iii) কার্বন মনো-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৮। যোজ্যতা ইলেকট্রন কোন শক্তিস্তরের?
ক) প্রথম খ) দ্বিতীয়
গ) তৃতীয় ঘ) চতুর্থ
১৯। কোন মৌল দুটি পর্যায় সারণির একই পর্যায়ে অবস্থিত?
ক) Sc, Zr খ) Li, Mg
গ) Be, Al ঘ) Mg, Ar
২০। ম্যাগনেসিয়াম ও ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরিন ইলেকট্রন কী করে?
ক) শেয়ার খ) গ্রহণ
গ) ত্যাগ ঘ) অপরিবর্তিত থাকে
২১। কোনটি আয়নিক যৌগ?
ক) NaCl খ) HCl
গ) KCl ঘ) CaO
২২। জৈব দ্রাবকের দ্রবণীয় কোনটি?
ক) আয়নিক যৌগ খ) ধাতব যৌগ
গ) হাইড্রোজেন যৌগ ঘ) সমযোজী যৌগ
২৩। কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
ক) মোম খ) পানি
গ) প্রোপ্রেন ঘ) তুঁতে
উত্তর : ১৩। গ, ১৪। গ, ১৫। গ, ১৬। ঘ, ১৭। ক, ১৮। ঘ, ১৯। ঘ, ২০। খ, ২১। গ, ২২। ঘ, ২৩। গ।


আরো সংবাদ



premium cement