২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৬২০ মেধাবীকে বৃত্তি দিলো খাজা মোজাম্মেল হক (র:) ফাউন্ডেশন

-

সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার সব উপজেলার ১১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও দশম শ্রেণীর ৬২০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ দিলো মানবকল্যানমুখী প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র:) ফাউন্ডেশন।
উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবী মানুষের উপস্থিতিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খাজা মোজাম্মেল হক (র:) ফাউন্ডেশন বিগত ২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু আমি খুবই দুঃখিত করোনার প্রাদুর্ভাবের কারণে বিগত তিনটি বছর আমরা ছাত্রছাত্রীদের বৃত্তি দিতে পারিনি। তিনি বলেন, আমাদের ফলাফলগুলো খুবই নিষ্ঠার সাথে বাছাই করা হয়। তাই পুরো সিরাজগঞ্জ জেলার মেধাবীরা এখানে উপস্থিত আছে। তিনি আরো বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না একজন ভালো মানুষ হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন। জেলা শিক্ষা অফিসার, বেলকুচি থানার অফিসার ইন-চার্জ, মেয়র, বেলকুচি উপজেলাসহ জেলা এবং উপজেলার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি উপস্থিত সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সঙ্গীত শিল্পী এসডি রুবেল ও চলচিত্র অভিনেতা ফেরদৌস এ পর্বে উপস্থিত হয়ে শৈল্পীকতা ও উপস্থাপনার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহ দেন। উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (র:) ফাউন্ডেশন সারা দেশে বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরও দুটি মানবকল্যাণমূলক কার্যক্রম করে আসছে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধু খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র:)-এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষমদের মাঝে ‘ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন দিয়ে আসছে।


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল