২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : আম আঁটির ভেঁপু
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : আম আঁটির ভেঁপু’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৮. অপুর মধ্যে প্রতিফলিত হয়-
i) রোমান্টিকতা
ii) লুকোচুরি
iii) প্রতিহিংসা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i,ii ও iii
২৯. অপুর চাওয়াতে আর দু’খানা আম বেশি দেয়াতে ভাইয়ের প্রতি বোনের প্রকাশ পেয়েছে-
i) স্বার্থপরতা ii) স্বজনপ্রীতি
iii) ভাইবোনের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) ii ও iii
৩০. “কুটোগাছটা ভেঙে দু’খানা করা নেই, কেবল টোটো টোক্লা সেধে বেড়ানো”- উক্তিটির মধ্য দিয়ে কী ফুটে উঠেছে?
ক) অযত ও অবহেলা করা
খ) সংসারকর্মে অমনোযোগিতা
গ) কাজকর্ম করে ঘুরে বেড়ানো
ঘ) সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠা
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘বৃষ্টির সময় গফুরের ঘরের চালা ভেদ করে ভেতরে পানি প্রবেশ করে। হালের বলদকে খেতে পর্যন্ত দিতে পারে না।’
৩১. উদ্দীপকটি ‘আম আঁটির ভেঁপু’ গল্পের হরিহরের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) সামাজিক
খ) অর্থনৈতিক
গ) সাংসারিক ঘ) পারিবারিক
৩২. ‘আম আঁটির ভেঁপু’ গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে?
ক) শ্রাবণ খ) পৌষ
গ) অগ্রহায়ণ ঘ) চৈত্র
৩৩। হরিহরের বাড়িটার-
i) রোয়াক ভাঙা
ii) দরজা ভাঙা
iii) জানালার কপাট নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i,ii ও iii
৩৪। দুপুর পর্যন্ত হরিহর কোথায় কাজ করছিল?
ক) ভুবন মুখুয্যের বাগানে
খ) অন্নদা রায়ের বাড়িতে
গ) নীলমণি রায়ের জমিতে
ঘ) নিজের বাড়িতে
উত্তর : ২৮.ক, ২৯.ঘ, ৩০. খ, ৩১. খ, ৩২.ঘ, ৩৩.ক, ৩৪.খ।


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল