২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : আম আঁটির ভেঁপু
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : আম আঁটির ভেঁপু’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১৫। উল্লিখিত বৈসাদৃশ্যপূর্ণ দিকটি স্পষ্ট হয় যে মন্তব্যে-
ক) ফটিক ও দুর্গা আলাদা পরিবেশে বড় হয়েছে
খ) গ্রামে দুরন্তপনায় ফটিক ও দুর্গা অদ্বিতীয় ছিল
গ) ফটিকের করুণ পরিণতি হয়েছে তবে দুর্গার নয়
ঘ) ফটিক কলকাতায় গিয়েছিল কিন্তু দুর্গা যায়নি
১৬। ‘অত বড় মেয়ে, বলে বোঝাবে কত?’ এ উক্তির প্রেক্ষাপট হলো-
ক) হরিহর দুর্গাকে খুঁজে পায়নি তাই
খ) দুর্গা কখনো বাড়ি থাকে না তাই
গ) দুর্গা মায়ের ভীষণ অবাধ্য তাই
ঘ) দুর্গা প্রকৃতির মধ্যে হারায় তাই
১৭। মিলি বাইরে থেকে বাড়ির দরজায় এলো, তবে মা থাকায় বাড়িতে ঢুকতে পারল না। দুর্গার যে বৈশিষ্ট্য মিলির মধ্যে লক্ষ করা যায়-
i) মাকে ভয় পায়
ii) মাকে ফাঁকি দেয়
iii) মাকে সমীহ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮। দুর্গার কাঁঠালতলায় নিরুৎসাহভাবে দাঁড়িয়ে থাকায় কোন বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে?
ক) অপুর জন্য অপেক্ষা
খ) সিদ্ধান্তহীনতা
গ) প্রকৃতির সাথে ভাব বিনিময়
ঘ) প্রকৃতির সৌন্দর্য উপভোগ
১৯। অপু ও দুর্গার শৈশবে কোনটি প্রধান হয়ে ওঠেনি?
ক) বিলাসী জীবন
খ) বিস্ময় ও কৌতূহল
গ) প্রকৃতিঘনিষ্ঠতা
ঘ) দারিদ্র্য
২০। অপু চোখবুজে গঙ্গা-যমুনার ঘর কল্পনা করেছিল কেন?
ক) খাপরাগুলো নাড়াচাড়া করেছিল বলে
খ) কল্পনা করতে পছন্দ করে বলে
গ) গঙ্গা-যমুনা অপুর প্রিয় খেলা বলে
ঘ) দুর্গার সাথে গঙ্গা-যমুনা খেলবে বলে
২১। ‘রোসো রোসো’ শব্দটির অর্থ কী?
ক) করমচা ফল
খ) থাম থাম
গ) বসো বসো
ঘ) খাও খাও
উত্তর: ১৫. গ, ১৬.ক, ১৭.খ, ১৮. খ, ১৯.ঘ, ২০.গ, ২১.খ।


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল