২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ; চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
- ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ’ থেকে আরো ৪টি এবং ‘চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু’ থেকে ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
দ্বিতীয় অধ্যায় : স্বাধীন বাংলাদেশ
৩৭। কাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়?
ক. সর্বস্তরের বাঙালি
খ. ইপিআর বাহিনী
গ. নৌবাহিনী
ঘ. গেরিলা বাহিনী
৩৮। কাদের নিয়ে মুজিব বাহিনী গঠিত?
ক. আমলাদের
খ. শ্রমিকদের
গ. ছাত্রছাত্রীদের
ঘ. পেশাজীবীদের
৩৯। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র কখন চালু হয়?
ক. ১৭ মার্চ ১৯৭১
খ. ২৫ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ২৬ মার্চ ১৯৭১
৪০। গণপরিষদে সংবিধান গৃহীত হয় কবে?
ক. ১২ অক্টোবর ১৯৭১
খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
গ. ৪ নভেম্বর ১৯৭২
ঘ. ৪ নভেম্বর ১৯৭১
উত্তর : ৩৭. ক, ৩৮. গ, ৩৯. ঘ, ৪০. গ।
চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু
১। নিচের কোনটি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ?
ক. মালদ্বীপ খ. শ্রীলঙ্কা
গ. ভুটান ঘ. বাংলাদেশ
২। কোন বায়ুর প্রভাব বাংলাদেশের জলবায়ুর ওপর খুব বেশি?
ক. মৌসুমি বায়ু খ. নিয়ত বায়ু
গ. উষ্ণ বায়ু ঘ. স্থানীয় বায়ু
৩। বাংলাদেশের পশ্চিমে অবস্থিত ভারতের যে প্রদেশটি-
ক. কেরালা খ. পশ্চিমবঙ্গ
গ. আসাম ঘ. ত্রিপুরা
৪। ভূপ্রকৃতির ভিত্তিতে প্রধানত বাংলাদেশকে ভাগ করা যায় কয়টি শ্রেণীতে?
ক. ২ খ. ৩ গ. ৫ ঘ. ৬
৫। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত-
ক. চীন
খ. মনিপুর
গ. বঙ্গোপসাগর
ঘ. মিয়ানমার
৬। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি?
ক. এভারেস্ট খ. কিওক্রাডং
গ. তাজিংডং ঘ. লালমাই পাহাড়
৭। কিওক্রাডংয়ের উচ্চতা কত মিটার?
ক. ১০৩০ মিটার
খ. ১২৩০ মিটার
গ. ১১৩০ মিটার
ঘ. ১৪৩০ মিটার
৮। পাইস্টোসিন যুগের সোপানসমূহকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
৯। লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
ক. রাজশাহী খ. ময়মনসিংহ
গ. কক্সবাজার ঘ. কুমিল্লা
১০। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার ?
ক. ২১ মিটার খ. ২২ মিটার
গ. ২৩ মিটার ঘ. ৩১ মিটার
১১। বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কতজন?
ক. ১০১৫ জন খ. ৯৬৫ জন
গ. ১১১৫ জন ঘ. ১২১৫ জন
উত্তর : ১.ঘ, ২.ক, ৩.খ, ৪.খ, ৫.গ, ৬.গ, ৭.খ, ৮.গ, ৯.ঘ, ১০. ক, ১১. ক।