২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র
গদ্যাংশ : বই পড়া- মো: জাকীর হোসেন, সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
- ১০ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : বইপড়া থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
১৮। বীজগণিতের প্রত্যক্ষ ব্যবহার নেই, বিধায় তা শিক্ষা অযৌক্তিক- এটা কাদের মতবাদ?
ক) পেশাদারদের
খ) শিক্ষার্থীদের
গ) আইনজীবীদের
ঘ) শিক্ষকদের
১৯। কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার মধ্যে ফেলে দিই, কারণ-
i) সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না
ii) বাধ্য হয়ে বই পড়ায় আমরা অভ্যস্ত হয়ে গেছি
iii) উদরপূর্তিতে মনোতুষ্টি হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও ii
২০। মুসলমান ধর্মে মানবজাতি দু’ ভাগে বিভক্ত-
i) কেতাবি, পোশাকধারী
ii) কেতাবি, অকেতাবি
iii) ধার্মিক, অধার্মিক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) ii ও iii
২১। ‘বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়। গুরু উত্তর সাধক মাত্র’-এ বক্তব্যের বিপরীতে অর্থ প্রকাশ করে কোন বক্তব্যটি?
ক) শিক্ষক ছাত্রের আত্মাকে উদ্বোধিত করতে পারেন
খ) শিক্ষক ছাত্রকে পথ দেখিয়ে দিতে পারেন
গ) শিক্ষক ছাত্রের বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন।
ঘ) শিক্ষক ছাত্রের জ্ঞানপিপাসাকে জাগ্রত করতে পারেন
২২। কিসের স্পর্শে মানুষের মনপ্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে?
ক) বই পড়ার
খ) সাহিত্য চর্চার
গ) আনন্দের
ঘ) জ্ঞানের
২৩। ‘পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়’- এ মতানুসারে কোনটি শুদ্ধ?
ক) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
খ) বিদ্যার সাধনা শিষ্যকেই অর্জন করতে হয়
গ) যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন
ঘ) স্কুল-কলেজের শিক্ষা ছাত্রের স্বশিক্ষিত হবার শক্তি দান করে না
উত্তর: ১৮. ক, ১৯.ঘ, ২০. খ, ২১. ঘ, ২২. গ,২৩. ঘ।