২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন ও বাংলা প্রথমপত্র

দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : পদার্থের অবস্থা’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৩। পারদের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট-
র) আকৃতি রর) আয়তন ররর) ভর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৪। অণুসমূহ নির্দিষ্ট অবস্থানে বিরাজ করে কখন?
ক) আন্তঃআণবিক শক্তি অণুসমূহের গতিশক্তি
খ) আন্তঃআণবিক শক্তি অণুসমূহের গতিশক্তি
গ) আন্তঃআণবিক শক্তি অণুসমূহের গতিশক্তি
ঘ) আন্তঃআণবিক শক্তি অণুসমূহের গতিশক্তি
১৫। পদার্থের কোন অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাপেক্ষা কম থাকে?
ক) তরল খ) কঠিন
গ) প্লজমা ঘ) গ্যাসীয়
১৬। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার কারণ-
i) আন্তঃআণবিক শক্তি হ্রাস
ii) কণাসমূহের গতিশক্তি বৃদ্ধি
iii) কণাসমূহের মধ্যকার আন্তঃআণবিক ব্যবধান হ্রাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৭। কোন প্রক্রিয়ায় রান্নার গন্ধ গৃহের সর্বত্র ছড়িয়ে পড়ে?
ক) বিয়োজন খ) ব্যাপন
গ) ঊর্ধ্বপাতন ঘ) নিঃসরণ
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ঢ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে।
১৮। ঢ কোন প্রক্রিয়া?
ক) ব্যাপন খ) নিঃসরণ
গ) ঊর্ধ্বপাতন ঘ) পরিস্রাবণ
১৯। উপরোক্ত প্রক্রিয়াটির নির্ভরশীল-
র) ঘনত্বের উপর
ii) ভরের উপর
iii) চাপের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২০। উপরি উক্ত ঘটনাটি কিসের উদাহরণ?
ক) ব্যাপন
খ) নিঃসরণ
গ) অভিস্রবণ
ঘ) পরিস্রাবণ
উত্তর : ১৩। গ, ১৪। ক, ১৫। ঘ, ১৬। ক, ১৭। খ, ১৮। ক, ১৯। ক, ২০। ঘ।


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে আগুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের গভীর চক্রান্ত : রাবি শিক্ষক ফোরাম আন্দোলনের শহীদ ও আহতরা আমাদের জাতীয় সম্পদ : ডা. শফিকুর রহমান রংপুর-দিনাজপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ২০ ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযান : একাধিক মামলার আসামি গ্রেফতার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয়া ঠিক হবে না : টুকু সাঘাটায় ১ মণ ফুলকপি ১০০ টাকা জাহাজে ৭ খুনের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে নৌ-শ্রমিকদের কর্মবিরতি রেড্ডির নায়কোচিত সেঞ্চুরি, লড়াই করছে ভারত সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় হতাহত ৯ নোয়াখালীতে যুবদলকর্মীকে হত্যা, গ্রেফতার ২

সকল