২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : সুভা
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : সুভা’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ঘুম ভেঙে দেখে একটা কুকুর মিঠুর কাপড় ধরে টানছে। ধমক দিতেই সে দূরে সরে যায়। আবার যখন ‘আয়’ বলে সে ডাকে, তখন দৌড় দিয়ে কাছে এসে মাটিতে গড়াগড়ি খায়।
২৮। উদ্দীপকের মিঠু কাকে নির্দেশ করে?
ক) প্রতাপ
খ) সুভা
গ) গোসাই
ঘ) একটি কুকুরকে
২৯। উদ্দীপকে ‘সুভা’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
i) বাকপ্রতিবন্ধীর সাথে প্রতিদ্বন্দ্বিতা
ii) জীবের প্রতি মানুষের মমত্ব
iii) মানুষের প্রতি জীবের মমত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। যে কথা কয় না সয়ে অনুভব করে ইহা সকলের মনে হয় না- এ বাক্যে প্রকাশ পেয়েছে-
i) বাকপ্রতিবন্ধীর প্রতি সমাজের অবহেলা
ii) যে কথা বলতে পারে না তার কোনো অনুভূতি নাই
iii) বাকপ্রতিবন্ধীর অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩১। সুভা ছোটবেলা থেকেই কী বুঝে নিয়েছিল?
ক) সে সমাজের অভিশাপ
খ) সে পিতামাতার অভিশাপ
গ) তাকে কেউ চায় না
ঘ) সে পিতামাতার বোঝাস্বরূপ
৩২। বাণীকণ্ঠের ঘর কোথায়?
ক) নদীর উপর
খ) নদীর তীরে
গ) নদীর ধারে
ঘ) নদীর পাড়ে
৩৩। সুভার সম্পর্কে সকলে দুশ্চিন্তা প্রকাশ করিত-
ক) সুভার সামনে
খ) সুভার অলক্ষ্যে
গ) সুভার অগোচরে
ঘ) সুভার বাবা-মায়ের সাথে
৩৪। সুভার সম্পর্কে সকলে দুশ্চিন্তা করিত কী সম্বন্ধে?
ক) জীবন
খ) ভবিষ্যৎ
গ) নিস্তব্ধতা
ঘ) বিয়ে
৩৫। সুভা কখন শয়নকক্ষে দ্বার খুলে রাতের প্রকৃতি দেখত?
ক) শুক্লা দ্বাদশীর রাতে
খ) মাঝ রাতে
গ) পূর্ণিমা রাতে
ঘ) গভীর রাতে
উত্তর: ২৮. ঘ, ২৯. গ, ৩০. গ, ৩১.ঘ, ৩২. গ, ৩৩.ক, ৩৪. খ, ৩৫. গ।


আরো সংবাদ



premium cement