২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম অধ্যায় : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘প্রথম অধ্যায় : পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭-১৯৭০)’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

২৪। মোহাম্মদ আলী জিন্নাহ কোন রাজনৈতিক দলের দাফতরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিয়েছিলেন?
ক. মুসলিম লীগ
খ. তমদ্দুন মজলিস
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. গণ-আজাদি লীগ
২৫। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়-
ক. ১৯৪৭ সালের ১৪ আগস্ট দিনে
খ. ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাতে
গ. ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে
ঘ. ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনে
২৬। কখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক. ২ জানুয়ারি ১৯৪৭
খ. ২ মার্চ ১৯৪৭
গ. ২ জানুয়ারি ১৯৪৮
ঘ. ২ মার্চ ১৯৪৮
২৭। উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত সর্বপ্রথম গৃহীত হয়-
ক. করাচিতে
খ. ঢাকায়
গ. লাহোরে
ঘ. ইসলামাবাদে
২৮। ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ এটি একটি-
ক.কাব্যগ্রন্থ খ. নাটক
গ. উপন্যাস ঘ. পুস্তিকা
২৯। কখন ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নতুন করে গঠিত হয়?
ক. ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে
খ. ১৯৪৭ সালের নভেম্বর মাসে
গ. ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে
ঘ. ১৯৪৭ সালের অক্টোবর মাসে
৩০। ধীরেন্দ্রনাথ দত্ত কোন পরিষদের সদস্য ছিলেন?
ক. পাকিস্তান গণপরিষদ
খ. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
গ. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
ঘ. তমদ্দুন মজলিস
৩১। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কখন গঠিত হয়?
ক. ৪ জানুয়ারি ১৯৪৮
খ. ৩ জানুয়ারি ১৯৪৮
গ. ১১ মার্চ ১৯৪৮
ঘ. ১১ মার্চ ১৯৪৭
৩২। ১৯৪৮ সালে কে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন?
ক. শামসুল হক
খ. ধীরেন্দ্রনাথ
গ. অলি আহাদ
ঘ. খাজা নাজিমুদ্দীন
৩৩। ঘোষণাকৃত ‘বাংলা ভাষা দাবি দিবস’-এর পিকেটিং করার সময় কতজন গ্রেফতার হয়?
ক. ৩৪ জন খ. ৩৫ জন
গ. ৬৮ জন ঘ. ৬৯ জন
৩৪। মুহাম্মদ আলী জিন্নাহ কখন ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা?
ক. ১৯৪৭ সালের ২৩ মার্চ
খ. ১৯৪৭ সালের ২২ ফেব্রুয়ারি
গ. ১৯৪৮ সালের ২১ মার্চ
ঘ. ১৯৪৮ সালের ২২ মার্চ
৩৫। সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে- এটি কোন চুক্তিতে ছিল?
ক. ৬ দফা খ. ১১ দফা
গ. ৮ দফা ঘ. ১২ দফা
৩৬। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানে কয়টি রাষ্ট্রের জন্ম হয়?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
উত্তর : ২৪.ক, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. ঘ, ২৯. ক, ৩০. ক, ৩১. ক, ৩২. ঘ, ৩৩. ঘ, ৩৪. গ, ৩৫. গ, ৩৬. খ।


আরো সংবাদ



premium cement