২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘গদ্যাংশ : সুভা’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
‘চোখ গেল’- তার ভরসা তবু আছে
চক্ষুহীনার কী কথা কার কাছে?’
১০। উদ্দীপকটি সুভার মনের কোন ভাবটিকে ইঙ্গিত করে?
ক) ক্ষোভ খ) রাগ
গ) অভিমান ঘ) অসহায়ত্ব
১১। উক্ত ভাবটি ফুটে উঠেছে নিচের যে অংশে, তা হলো-
ক) সে ছিল নির্জন দ্বিপ্রহরের মতো সঙ্গিহীন ও শব্দহীন
খ) সুভা নিজেকে সব সময় আড়াল করার চেষ্টা করত
গ) সুভার সাথে বালকেরা খেলতে চাইত না
ঘ) প্রকৃতির সান্নিধ্যে সুভা নিজেকে ব্যস্ত রাখত সর্বদা
১২। কিছু দিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেল?
ক) বিদেশ খ) কলকাতা
গ) সদরে ঘ) বড় মেয়ের বাড়ি
১৩। সুভা নিজেকে সর্বদাই গোপন রাখার চেষ্টা করিত, কারণ-
i) সকলের উপেক্ষা
ii) সকলের অবজ্ঞা
iii) সমাজের উদাসীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৪। সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?
ক) বাবার খ) মার
গ) প্রতাপের ঘ) প্রকৃতির
১৫। পাতালের অট্টালিকা কিসের?
ক) সোনার খ) রুপার
গ) পিতলের ঘ) সুখের
১৬। পাতালের অট্টালিকায় কিসের পালঙ্ক?
ক) সোনার খ) রুপার
গ) পিতলের ঘ) সাতনরি হার
১৭। সুভার হয়ে কথা বলে কে?
ক) বোবা প্রকৃতি খ) প্রতাপ
গ) দু’টি গাভী
ঘ) বিড়াল ও মেষশাবক
১৮। ‘অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনাশক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে- এর অন্তর্নিহিত তাৎপর্য কী?
র) সুভার শরীরিক ও মানসিক চেতনা বৃদ্ধি
রর) মাতৃভূমি ছেড়ে যাওয়ার তীব্র বেদনা
ররর) সুভার জীবনে পরিবর্তনের আভাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৯। ছায়ালোকের রঙ্গভূমি---‘রঙ্গভূমি’ মানে কী?
ক) প্রকৃতি খ) গোয়ালঘর
গ) নাট্যশালা ঘ) সুভার নিস্তব্ধতা
উত্তর : ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ক, ১৮. গ, ১৯. গ।


আরো সংবাদ



premium cement