২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : সুভা
-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : সুভা’ থেকে ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
রাসেল প্রতিদিন বারন্দায় দাঁড়িয়ে দেখত -একটি মেয়ে তার পা’কে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। পাছে কেউ দেখে ফেললে তার চরম লজ্জা। এটা বুঝতে পেরে রাসেলের অনেক কষ্ট হতো।
১। উদ্দীপকের রাসেল ‘সুভা’ গল্পের কার প্রতিনিধি?
ক) সুভার বাবা খ) প্রতাপ
গ) নৌকাবাহী ঘ) সুভার প্রতিবেশী
২। উক্ত প্রতিনিধিত্বের কারণ?
ক) বাবার ভালোবাসা
খ) প্রতাপের গভীর বন্ধুত্ব
গ) নৌকাবাহীর প্রতিনিয়ত যাতায়াত
ঘ) প্রতিবেশীদের আনাগোনা
৩। উদ্দীপকের মেয়েটির মধ্যে সুভার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) অসহায়ত্ব খ) উদ্বিগ্নতা
গ) আত্মমর্যাদা
ঘ) সমাজের প্রতি ঘৃণা
৪। সুভার উক্ত দিকটি প্রকাশের কারণ -
i) সুভার প্রতি সকলের অবহেলা
ii) সুভার নিজেকে আড়াল করার চেষ্টা
iii) সুভার সাথে বালকেরা খেলতে চাইত না
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। প্রতাপ যে নিতান্তই অকর্মণ্য- তা কিভাবে বুঝা যায়?
ক) তার প্রধান শখ মাছ ধরা
খ) সে বনে বাদারে ঘুরে বেড়াত
গ) সব সময় সে সুভার জন্য অপেক্ষা
ঘ) সে সরকারি সম্পত্তি
৬। সুভার পাদশব্দ কে চিনত?
ক) প্রতাপ খ) বোবা প্রকৃতি
গ) বিড়াল ও মেষশাবক
ঘ) দু’টি গাভী
৭। অন্য বালক-বালিকারা সুভার সাথে খেলা করত না কেন?
র) তাকে ভয় করত
রর) তার মনোভাব সকলের কাছে অপ্রকাশিত
ররর) সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৮। মর্মবিদ্ধ হরিণীর মতো সুভা কার দিকে তাকায়?
ক) নদীতটের খ) প্রতাপের
গ) জন্মভূমির ঘ) সর্বশী ও পাঙ্গুলির
৯। সুভা গল্পে সুভাকে ‘সুভি’ বলা হয়েছে কতবার?
ক) ১ বার খ) ২বার
গ) কয়েকবার
ঘ) একবারও বলা হয়নি
উত্তর : ১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. খ, ৯. ক।


আরো সংবাদ



premium cement
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা দখল নয়, ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে : জামায়াতের আমির খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে হাসনাতের আহ্বানেও রাস্তা ছাড়েননি চিকিৎসকরা বিপিএলে অধিনায়কের দায়িত্ব পেলেন যারা প্রবাসীদের দেশে বিনিয়োগে দক্ষতা ও নেটওয়ার্ক কাজে লাগানোর আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়ালো জামালপুরে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু ফেসবুকে ৩ দফা ঘোষণা হাসনাত আব্দুল্লাহর পিকেকে নেতা ওকালানকে সস্ত্রাস ছাড়তে বলেছে তুরস্ক পল্টনে ১৪ তলা ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু

সকল