দোয়ারাবাজারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
- ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গলায় ওড়না পেঁচিয়ে সোহাগ আহমদ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
সোহাগ আহমদ ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়াহিদের ছেলে।
সূত্রে জানা যায়, সোহাগ আহমদ জীবিকার তাগিদে বাড়ির কাছে চেলা নদীতে প্রতি রাতে বালু পাথর উত্তোলনের কাজ করতেন। প্রতি দিনের মতো গতকাল রোববার রাতে একই উদ্দেশ্য তিনি বাড়ির বাহিরে ছিলেন। আজ সোমবার ভোর ৫টার দিকে তার স্ত্রী ঘুম থেকে উঠে বসত ঘরের উঠানে এলে ঘরের আঙ্গিনায় স্বামী সোহাগ আহমদকে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য ও প্রতিবেশিরা জড়ো হয়ে সোহাগ আহমদকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল হতে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সোহাগের লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, ‘খবর পেয়ে দোয়ারাবাজার পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা