১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের ২ যুবক নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের ২ যুবক নিহত -

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের ছাত্রদল নেতাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায়।

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার তালুকহড়াই গ্রামের কিম্মত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) ও লেঞ্জাপাড়া গ্রামের মৌলদ মিয়ার ছেলে ছাত্রদল নেতা হাফিজুর রহমান (২৭)।

ওসি হিল্লোল রায় জানান, হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেলযোগে ওই এলাকায় ঘুরতে যান। ঘুরাফেরা শেষে রাত ১০টার দিকে তারা চুনারুঘাটের দিকে ফিরছিলেন। পথিমধ্যে চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।


আরো সংবাদ



premium cement