১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

জাতির উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : শিশির মনির

জাতির উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : শিশির মনির - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দেশ ও জাতির উন্নয়নে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। হিন্দু-মুসলমান ভেদাভেদ ভুলে যেতে হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলা গণমিলনায়তনে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ কথা বলেন।

তিনি বলেন, সকলের সমানভাবে নাগরিক অধিকারের নিশ্চয়তা দিয়ে রাজনীতি করতে হয়। রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হলো জনগণের কল্যাণ সাধিত করা। এই কল্যাণকর কাজ ছোট মনের মানুষ দিয়ে হয় না। উদার মন মানসিকতা নিয়ে রাজনীতির কাজ করতে হবে। রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, মানুষকে হয়রানি করা চলবে না। এই প্রচলিত রাজনীতির কবর দিতে হবে।

আইনজীবী শিশির মনির আরো বলেন, অনেকেরই বাড়ি আছে গাড়ি আছে, ছেলেমেয়ে আছে কিন্তু সুখ-শান্তি নেই রাতে ঘুম নেই। আবার অনেকেই রাস্তায় রিকশাচালায়, হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা অনেক সুখে শান্তিতে রয়েছেন। শুধু পয়সা হলেই সুখশান্তি লাভ করা যায় না। একজন হতদরিদ্র মানুষ ও একজন অট্টালিকায় বসবাস করা মানুষের সুখের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানুষের মধ্যে যদি এসব পার্থক্য না থাকত তাহলে সবাই ফেরাউনের মতো হয়ে যেত। ধর্মের বিষয়ে সকল ভেদাভেদ ভুলে যার যার ধর্ম যার স্বাধীনভাবে পালনের সুযোগ করে দিতে হবে। স্বাধীন দেশে ধর্ম পালনে পাহারা লাগবে কেন।

উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেস চৌধুরীর সভাপতিত্বে ও হাসিমিয়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক মাওলানা সুহেল আহমেদ, সাগর আহমেদ ও জগৎজ্যোতি রায়ের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংবাদিক ও সমাজকর্মী আমির হোসাইন।

আরো উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুস সাত্তার, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার চৌধুরী, খালিয়াজুরি উপজেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, শাল্লা উপজেলা শাখার সভাপতি হাফেজ নূরে আলম সিদ্দিকি, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল চৌধুরী, পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাবেক ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী ও থানা মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম প্রমুখ।

এদিকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে সম্প্রীতি সমাবেশের পরে প্রতিবন্ধীদের সাথে দুপুর খাবার শেষে ডুমরা আখড়ায় স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন মোহাম্মদ শিশির মনির।


আরো সংবাদ



premium cement
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান

সকল