১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সিলেটে গৃহকর্মী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে গৃহকর্মী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

সিলেট নগরী থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শাহপরান থানার সোনারপাড়া এলাকার নবারুন ১০৮ নম্বর বাসার জানালার গ্রিলে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহকর্মীর শিশুর নাম সীমা বেগম (১২)। সে সিলেট জেলার কানাইঘাটের আবুল কালামের মেয়ে। সীমা অনেক দিন ধরে মইনুর রহমানের বাসায় (নবারুন ১০৮) কাজ করত।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসাইন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। আত্মহত্যা হলে কী কারণে করেছে সেটি খোঁজ নেয়া হবে। এছাড়া সীমার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে সেটিও তদন্ত করা হবে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement