১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সুনামগঞ্জ সীমান্তে পাচারকালে বিপুল পরিমাণ মালামাল আটক

সুনামগঞ্জ সীমান্তে পাচারকালে বিপুল পরিমাণ মালামাল আটক - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে বিপুলপরিমান সুপারি, রসুন ও মাছসহ আনুমানিক দুই কোটি ১১ লাখ টাকার মালামাল আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি বিজিবির টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কুশিয়ারা নামক স্থান থেকে এসব মালামাল আটক করে।

এ সময় ছয় হাজার কেজি বাংলাদেশী সুপারি, ছয় হাজার কেজি রসুন, চার হাজার কেজি শিং মাছ, একটি ট্রাক, দুটি ডিআই ও চারটি মাহেন্দ্রা পিকআপ আটক করা হয়।

এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারনে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান।


আরো সংবাদ



premium cement