২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জৈন্তাপুরে ভারতীয় চোরাই ২১ গরু জব্দ

জৈন্তাপুরে ভারতীয় চোরাই ২১ গরু জব্দ - ছবি : নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অভিযানে ২১টি ভারতীয় চোরাই গরু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবি গরুগুলো জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর বিওপির দায়িত্বপূর্ণ টিপরাখলা গোয়াবাড়ি নামক সীমান্ত এলাকা হতে ২১টি ভারতীয় গরু আটক করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে গরু ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো: আসাদুন্নবী, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত চোরাচালানের ভারতীয় ২১টি গরুর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement