২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের অফিস সহকারীকে অপসারণ

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, চেয়ারম্যান প্রত্যয়নসহ ইউনিয়ন পরিষদের যাবতীয় নাগরিক সেবায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আল্টিমেটামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহকারীকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে আলোচনায় জানা যায়, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদে নিয়মবহির্ভূতভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ক্ষমতা বলে প্রধান অফিস সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে জন্ম সনদ, মৃত্যু সনদ, নাগরিক সনদ, চেয়ারম্যান প্রত্যয়নসহ ইউনিয়ন পরিষদের খাজনা আদায়ের কাজ করে আসছিলেন শারমিন আক্তার। এতে চেয়ারম্যানের সিন্ডিকেট শারমিন আক্তারের কাছে ওই সব নিতে এলাকার নাগরিকদের দিনের পর দিন ভোগান্তিতে পড়তে হতো। নির্ধারিত ফির বাহিরে অতিরিক্ত ফি আদায়, সেবাগ্রহীতাদের সাথে অসদাচরণ, সময় মতো সেবা না দেয়া, জন্ম সনদ, মৃত্যু সনদে ইচ্ছেকৃতভাবে অর্থ উপার্জনের লক্ষ্যে ভুল করাসহ নানান অভিযোগের ভিত্তিতে ওই অফিস সহকারীকে অপসারণ করতে নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে ১৫ দিনের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। এতে ইউপি চেয়ারম্যান বাধ্য হয়ে শারমিন আক্তারকে অপসারণ করে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার শারমিন আক্তার তার সকল কার্যাবলি সরকারি নিয়োগকৃত অফিস সহকারীর কাছে বুঝিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ অনিয়ম করে অর্থ উপার্জনের জন্য শারমিন আক্তারের মাধ্যমে নাগরিক সেবার সকল কাজ পরিচালনা করিয়ে আসছিলেন। চেয়ারম্যানের মদদে শারমিন আক্তার অনিয়ম-দুর্নীতি করে নিজেও অনেক অর্থ-সম্পদের মালিক হয়েছেন।

নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ বলেন, `আমার অজান্তে শারমিন আক্তার নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত হয়ে পড়ে, এতে নাগরিকরা তাদের সেবায় ভোগান্তিতে পড়ে। ছাত্র সমাজের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।‘


আরো সংবাদ



premium cement