২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন, কর্মবিরতি

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন, কর্মবিরতি - ছবি : নয়া দিগন্ত

বকেয়া মজুরির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও কর্মবিরতী পালন করেছে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাত্রখোলা ও মাধবপুর চা বাগানের শ্রমিকরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাত্রখোলা চা বাগান ফ্যাক্টরির প্রধান ফটকের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

অপরদিকে মাধবপুর চা বাগানের শ্রমিকরা ২ ঘণ্টার কর্মবিরতী পালন করেন। পরে কাজে যোগদেন চা শ্রমিকরা।

পাত্রখোলা চা বাগানে মানববন্ধনে শ্রমিকরা বলেন, চা বাগানের শ্রমিকদের দুই সপ্তাহের বেশি সময় ধরে মজুরি বন্ধ রয়েছে। পরিবারের লোকজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এভাবে মজুরি বন্ধ থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। আগামী সোমবারের মধ্যে আমাদের বকেয়া মজুরি প্রদান না করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন চা শ্রমিকরা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আমিনুল ইসলাম আমুল, চা যুব নেতা প্রদীপ পাল, মহিলা ইউপি সদস্য বিনা রানি দেব, পঞ্চায়েত সদস্য অজয় ভৌমিক, চা শ্রমিক সর্দার স্বপন অলমিক, চা ছাত্র যুব পরিষদের সহ-সভাপতি রিয়াজ আহমেদ, শ্রমিক নেতা স্বপন কুর্মী, নারী চা শ্রমিক বেহুলা গঞ্জু প্রমুখ।

পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহ বলেন, ‘কোম্পানির চেয়ারম্যানসহ ছয়জন পরিচালক পলাতক থাকায় চা শ্রমিকদের মজুরি প্রদানে বিঘ্নতা সৃষ্টি হয়েছে।’


আরো সংবাদ



premium cement