২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গোলাপগঞ্জে হাসিনাসহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গোলাপগঞ্জে হাসিনাসহ ৯১ জনের বিরুদ্ধে হত্যা মামলা - ছবি : নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি ও আওয়ামী লীগের হামলা ও গুলিতে সানি আহমদ নিহতের ঘটনায় সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ ৯১ জনকে আসামি করে বিজ্ঞ আদালতে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। মালায় এজহারভুক্ত আসামি ৫১ জন ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন আসামি করা হয়েছে।

সোমবার (২ সেপ্টম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে মামলাটি করেন নিহতের বাবা গোলাপগঞ্জ উপজেলার কুমারপাড়া শিলঘাট এলাকার মো: কয়ছর আহমদ।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন খান, সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন, ওসি মাছুদুল আমিন, ওসি তদন্ত সুমন চন্দ্র সরকার, সহকারী কমিশনা ভূমি অভিজিৎ রায়, বিয়ানীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, চেয়ারম্যান জেবুল আহমদ, আব্দুল হানিফ খান, সৈয়দ হাসিন আহমদ মিন্টু, কাউন্সিলর রুহিন আহমদ খান, জেলা ছাত্রলীগের সম্পাদক রুমেল সিরাজ, বদরুল ইসলাম সুয়েব, সৈয়দ মিছবাহ, বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা মকসুদুল আলম আওয়াল, সেলিম মেম্বার, নাজিম আহমদ লস্কর।
বিজ্ঞ আদালতে দাখিলকৃত এজাহার আমলে নিয়ে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজহারে উল্লেখ করা হয় ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারোকোর্ট এলাকায় একটি মিছিল চলাকালে পুলিশ, বিজিবি, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশী-বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সানি আহমদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ২২ আগস্ট একই ঘটনায় নিহতের বাবা মো: কয়ছর আহমদ বাদি হয়ে গোলপগঞ্জ থানায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করেও ১১৯ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।


আরো সংবাদ



premium cement
সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশের চেষ্টা : লক্ষ্মীপুরে আটক ১১ নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ বদলি সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করতে পারে ইসরাইল অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক

সকল