১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

প্রশাসনের হস্তক্ষেপে জায়গা ফিরে পেলেন সুরমা ব্রিক ফিল্ডের সত্বাধিকারী ফয়েজ

- ছবি : নয়া দিগন্ত

প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিন পর নয় শতক জায়গা ফিরে পেয়েছেন জামায়াত নেতা ও ব্যবসায়ী ফয়েজ উদ্দিন।

গত ১৬ মাস পূর্বে আওয়ামী লীগের প্রভাবশালী কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান ও মেম্বার আজাদ মিলে ফয়েজ উদ্দিনের মালিকানাধীন প্রায় নয় শতক জায়গা দখল করে সরকারি প্রজেক্ট করে রাস্তা নির্মাণ করেন।

ওই সময় বাধা দিলেও আওয়ামী লীগের চেয়ারম্যান কর্ণপাত না করে উল্টো ফয়েজ উদ্দিনকে প্রভাব কাটিয়ে তাড়িয়ে দেন। তার লেলিয়ে দেয়া বাহিনী দা, কুড়াল ইত্যাদি দিয়ে হামলা চালায়। এমনকি চেয়ারম্যান গিলমান সরকারি প্রজেক্ট করলেও ফয়েজ উদ্দিনের চার বিঘা জমির পাঁচ ফুট গভীর করে মাটিও জোরপূর্বক কেটে নিয়ে যান। ফলে ফয়েজ উদ্দিনের ৪ বিঘা জমিতে আর ফসল ফলানো যাচ্ছে না।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জামায়াত নেতা সুরমা ব্রিক ফিল্ডের সস্বাধিকারী ফয়েজ উদ্দিন বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান গিলমান দলবল নিয়ে এসে জোরপূর্বক আমার মালিকানাধীন জায়গার উপর নয় শতক জায়গা জবরদখল করে ফেলে। এমনকি আমার ক্ষেতে জমি থেকে ৫০ হাজার মাটি জোরপূর্বক নিয়ে আমার জায়গা ভরাট করে ফেলে। আমার প্রায় কোটি টাকার লোকসান হয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ফয়েজ উদ্দিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে রোববার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) জহিরুল হোসেন সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তির জমি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ব্যক্তি মালিকানাধীন জায়গায় সরকারী প্রকল্প নেয়ার বিধান নেই। তাছাড়া জোরপূর্বক যে রাস্তা করা হয়েছে সেটা আমরা অবগত হয়েছি। যেহেতু ফয়েজ উদ্দিনের জায়গার সাথে একটি নদী রয়েছে, তাই নালার জায়গাটুকু আলাদাভাবে (পরিমাপ) করে তার জায়গাটি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা নিয়েছি।


আরো সংবাদ



premium cement
ঘন কুয়াশায় ছেয়ে গেছে নীলফামারী লস অ্যাঞ্জেলেসে দাবানল : বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাইকে খালাস টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন

সকল