সিলেট কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে হাজতির আত্মহত্যা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ আগস্ট ২০২৪, ১৩:২১
সিলেট কেন্দ্রীয় কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক হাজতি। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাজতি ফজল আমিন (৫৮) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের দূমন খাঁ’র ছেলে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো: শাখাওয়াত হোসেন বলেন, ‘শুক্রবার বিকেলে কারাগারে আত্মহত্যার চেষ্টা করার সময় তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত ফজল আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৩ আগস্ট সুনামগঞ্জ কারাগার থেকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়েছে।’
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এক হাজতিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা