ওসমানী বিমানবন্দরে ২ যুবলীগ নেতা আটক
- সিলেট প্রতিনিধি
- ২৯ আগস্ট ২০২৪, ২১:০৮
আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিদেশ পালাতে গিয়ে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ২ যুবলীগ নেতা। এরমধ্যে একজন সাবেক মন্ত্রীর ভাগনা ইউপি চেয়ারম্যান ও অপরজন যুবলীগ নেতা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ওসমানী এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে।
আটকরা হলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এয়ারপোর্ট থানার ওসি মো: আনিসুর রহমান।
তিনি জানান, আটক দুজন দেশ থেকে পালিয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে ওসমানী বিমানবন্দরে আসেন। পরে বিকেল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। শেখ হাসিনা সরকারের পতনের পর এ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টায় সৌদি যাওয়ার আগে ইহরামের কাপড় পরা অবস্থায় আটক হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা