গোলাপগঞ্জে সাবেক মন্ত্রীসহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)
- ২৯ আগস্ট ২০২৪, ২০:৩৮, আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ২০:৪৭
সিলেটের গোলাপগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে ব্যবসায়ী তাজ উদ্দিন নিহতের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে এজাহারভুক্ত ২৮ জন ও অজ্ঞাতনামা ২০ জনসহ ৪৮ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় আরো একটি হত্যা মামলা করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) রাতে নিহতের স্ত্রী মোছা: রুলী বেগম বাদি হয়ে এ মামলা করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী আকবর ফখরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর নামসহ এজহারভুক্ত ২৮ জন ও অজ্ঞাত নামা আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
তাজ উদ্দিন হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গৌছ উদ্দিন, মিনহাজ উদ্দিন, মো: নাজমুল ইসলাম, সানি আহমদ, হাছান আহমদ নিহতের ঘটনায় পৃথক আরো চারটি হত্যা মামলা গোলাপগঞ্জ মডেল থানায় করা হয়েছে এবং একটি মামলা বিজ্ঞ আদালতে করা হয়েছে।
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের আগের দিন ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বাজারসহ পৃথক পৃথক স্থানে পুলিশ-বিজিবি, আওয়ামী লীগের নেতাদের হামলায় ছয়জন ও ৫ আগস্ট সিলেট শহরে একজনসহ সাতজন নিহত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা