গোলাপগঞ্জে গুলিতে নিহতের দায়ে সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আরো এক মামলা
- সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ (সিলেট)
- ২৮ আগস্ট ২০২৪, ১৯:৫১, আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ১৯:৫৭
সিলেটের গোলাপগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে সানি আহমদসহ ছয়জন নিহতের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নিহত সানির বাবা কয়ছর আহমদ ১১৯ জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানায় এ পর্যন্ত চারটি ও আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সকল মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
গোলাপগঞ্জে পাঁচটি হত্যা মামলায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সারোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, কাউন্সিলর রুহিন আহমদ খান, ফজলুল আলম ফজলু, সহকারী কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাতাব উদ্দিন জেবুল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, ইউপি চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, আব্দুল হানিফ খান, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, জেলা ছাত্রলীগের সম্পাদক রাহেল সিরাজসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীসহ এক হাজার ৩৯৩ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে অপর মামলা করা হয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২, সিলেটের আদালতে গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের ছুরাই মিয়ার ছেলে মনোয়ার মিয়া ৬৬ জনকে আসামি ও অজ্ঞাতানামা ৩০০ জনসহ ৩৬৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া নিহত মিনহাজ আহমদের ভাই সাঈদ আলম ৫৫ জনকে এজহারভূক্ত ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
এছাড়া নিহত নাজমুল ইসলামের স্ত্রী খাদিজা মাহিনুর ১১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ থেকে ১১০ জন আসামি করে মামলা করেন। শুক্রবার (২৩ আগস্ট) নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম ১৩৪ জনের নামে ও অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।
শেখ হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ-বিজিবি, আওয়ামী লীগের নেতাদের হামলায় ছয়জন ও এবং ৫ আগস্ট সিলেট শহরে একজন নিহত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা