১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বন্যায় বড় ক্ষতিগ্রস্ত আমন ক্ষেত, দিশেহারা কৃষক

বন্যায় বড় ক্ষতিগ্রস্ত আমন ক্ষেত, দিশেহারা কৃষক - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগরে চলতি মৌসুমে অতি বৃষ্টি আর কয়েক দফা বন্যায় বিপর্যস্থ কৃষিখাত। দিশেহারা অবস্থায় পড়েছে প্রান্তিক কৃষকরা। পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা বৃষ্টির পানিতে সম্প্রতি মৌলভীবাজারের সৃষ্ট বন্যার কারণে জেলার রাজনগর উপজেলায় কৃষিতে ব্যপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার প্রান্তিক ও বর্গা চাষিরা।

জেলায় মনু নদীতে চারটি স্থানে ভাঙ্গন দিয়েছিল রাজনগর উপজেলায়। ভাঙ্গন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে প্রথমে উপজেলার উপরি অংশের প্রায় ৯০ শতাংশ পাঁকা আউশ ও জমিতে আবাদ কৃত রোপা আমন ক্ষতি গ্রস্ত হয়ে যায়। পরবর্তীতে উপজেলার উপরি অংশের পানি হাওর কাউয়াদিঘিতে নিমজ্জিত হয়ে হাওরের পানি বৃদ্ধি পেয়ে হাওরের আশপাশের আবাদকৃত আউশ ও আমন পানিতে নিমজ্জিত হয়ে যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৩ হাজার ১৪৬ হেক্টর। আবাদ হয়েছে ১৪ হাজার ৮৭০ হেক্টর। চলতি বন্যায় ক্ষতি হয়েছে ছয় হাজার ৩১০ হেক্টর জমি। পাঁকা আউশ ধান নষ্ট হয়েছে ৬৩২ হেক্টও,বীজ তলা ৩৪ হেক্টও, শাকসবজি ৪০ হেক্টর সরেজমিনে, রাজনগর উপজেলার উপরি অংশের মনসুর নগর ও ইউনিয়নের চাটুরা, হংশকলা, ভাঙ্গারহাট, মহলাল এলাকায় গিয়ে দেখা যায় অত্র এলাকায় আবাদকৃত আউশ ও আমন শতভাগ নষ্ট হয়ে গেছে।
রাজনগর সদর ইউনিয়নের দত্তগ্রাম, মহাসহ্র এলাকার সদ্য লাগানো আমন বানের পানিতে তলিয়ে যাওয়ায় ৩০০ একর ক্ষেত নষ্ট হয়েছে।

কথা হলে মহলাল এলাকার বর্গাচাষী আনকার মিয়া বলেন, আমি আন্যের জমিতে বর্গাচাষ করে জীবন জিবিকা নির্বাহ করি । চলতি বন্যায় আমার ২০ বিঘা রোপা আমন নষ্ট হয়েছে। ২০ বিঘা জমি আবাদ করতে আমার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে আমি ধার দেনা করে এই ক্ষেত আবাদ করেছি। এখন জমি থেকে পানি সড়ে গেছে। পুনরায় আবার জমিতে আবাদ করব যে সেই সামর্থ আমার আর নেই।

সদর ইউনিয়নের খালিছ মিয়া বলেন, আমার ১৫ বিঘা ক্ষেতের ধান একেবারে নষ্ট হয়ে গেছে। এখন আর কোনো অবস্থাতে এই জমিতে ধান চাষ হবে না। এই জমি এখন পরিত্যক্ত থাকবে। এইবার অগ্রহায়ণ মাসে ঘরে ধান তোলা যাবে না।

হাওর পারের পশ্চিম ভাগ গ্রামের জুয়েল মিয়া বলেন, হাওরে পানি বেড়ে আমার ১০ বিঘা জমি পানিতে নিমজ্জত হয়েগেছে। ক্ষেতে আমার আনেক টাকা খরচ হয়েছে।

রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছি আমরা সব সময় কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি।


আরো সংবাদ



premium cement
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান

সকল