১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

- ছবি : প্রতীকী

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে জায়েদ মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া হাসপাতালে তিনি মারা যান।

জায়েদ মিয়া উপজেলার সদর কুলাউড়া ইউনিয়নের বালিচিরি গ্রামের মিরজান মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের একটি কেজি স্কুলের ফ্যান চুরির ঘটনায় তাকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় জায়েদকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement