২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিয়ানীবাজারে সাবেক মন্ত্রী নাহিদসহ ২০০ জনের নামে হত্যা মামলা

বিয়ানীবাজারে নুরুল ইসলাম নাহিদ ও নাসিরসহ ২০০ জনের নামে হত্যা মামলা - ফাইল ছবি

বিয়ানীবাজারে নুরুল ইসলাম নাহিদ ও নাসির খানসহ ২০০ জনের নামে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) নিহত ময়নুলের ইসলামের স্ত্রী শিরিন বেগম ও নিহত রায়হান আহমদের ভাই বোরহান উদ্দিন পৃথকভাবে এ মামলা দুটি করেন। এর আগে গত ৫ আগস্টে নিহত হন ময়নুল ও রায়হান।

ময়নুল ও রায়হান হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ আড়াই শতাধিক আসামী রয়েছেন।

সোমবার গণমাধ্যমে প্রেরিত বিয়ানীবাজার থানার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট নিহত বিয়ানীবাজারের ভ্রাম্যমাণ ব্যবসায়ী ময়নুল হোসেন নিহত হোন। তার হত্যা মামলাটি করেন তার স্ত্রী শিরিন বেগম। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, জুয়েল আহমদ, সুমন আহমদসহ (বিমল চন্দ) ২৮ জনের নাম উল্লেখ করে এবং আরো ৮০-৯০ জন অজ্ঞাতনামাকে আসামি করেন। মামলা নম্বর ৭।

একইদিন নিহত কুড়ারবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী রায়হান আহমদের ভাই বোরহান উদ্দিন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদসহ এজাহারনামী ৩০ আসামি নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭০-৮০ জনকে আসামি করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে : শ্রম সচিব সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশের চেষ্টা : লক্ষ্মীপুরে আটক ১১ নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ বদলি সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক

সকল