২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুলাউড়ায় শতাধিক গ্রাম প্লাবিত, সহস্রাধিক মানুষ পানিবন্দী

কুলাউড়ায় শতাধিক গ্রাম প্লাবিত, সহস্রাধিক মানুষ পানিবন্দী - নয়া দিগন্ত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে উপজেলার টিলাগাঁও, জয়চণ্ডী, সদর, রাউৎগাঁও ও পৃথিমপাশা ইউনিয়নে বিভিন্ন এলাকায় সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সড়ক পথেও অনেক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পানিবন্দীদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে।

কয়েক দিনের টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানিতে সবগুলো নদ-নদীতে পানি বাড়ছে বলে জানিয়েছে মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সংশ্লিষ্টরা জানায়, টানা বর্ষণে মনু নদীর অন্তত পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার পাঁচ ইউনিয়নের সহস্রাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে।

পাউবো জানায়, মনু নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, পিআইও মো: শিমুল আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক প্রমুখ।

স্থানীয়রা জানায়, প্রতি মুহূর্তে পানির পরিমাণ বাড়ছে। গত কয়েকবারের চেয়ে এবারের পানির স্রোত অনেক বেশি। ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষি ও মৎস্যখাতে। রাস্তাঘাটও তলিয়ে গেছে পানিতে। বাড়িঘরে পানি উঠায় লোকজনরা ভয়াবহ দুর্ভোগে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, উপজেলার পাঁচ ইউনিয়নে পানি প্রবেশ করেছে। এতে বিভিন্ন এলাকায় সহস্রাধিক মানুষ পানিবন্দী রয়েছে। শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

তিনি জানান, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। পানিবন্দীদের মাঝে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবেলায় তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবাল, ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়ায় নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে। এছাড়া যেসব স্থানে বাঁধ ভেঙেছে সেগুলোতে কাজ চলছে বলে।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের সংঘর্ষ : যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ঢাকা থেকে খুলনা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালু অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই : তারেক রহমান পার্থে ইতিহাস গড়ল ভারত, পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া দেশের শ্রমখাতে নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে : শ্রম সচিব সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশের চেষ্টা : লক্ষ্মীপুরে আটক ১১ নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর রাজশাহী টিটিসির অধ্যক্ষ বদলি সাবেক কৃষিমন্ত্রী শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ৫ আগস্টের বিপ্লবই ইসলামী বিপ্লবের পূর্বাভাস : মামুনুল হক

সকল