২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৩ ঘণ্টা পর সচল হলো শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক যোগাযোগ

১৩ ঘণ্টা পর সচল হলো শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক যোগাযোগ - ছবি : নয়া দিগন্ত

ভারী বৃষ্টিপাতের ফলে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল সড়কে একটি বাঁশঝাড়ের ঠিলা ধসে পড়ার ১৩ ঘণ্টা পর সচল হয়েছে শ্রীমঙ্গল-কমলগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে সড়ক ও জনপদ বিভাগের প্রচেষ্টায় সচল হয় সড়কটি। এর আগে সোমবার রাত ২টার দিকে লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া এলাকায় সড়কের উপর ধসে পড়ে টিলা।

এ সময় সড়কের দুই প্রান্তে (শ্রীমঙ্গল ও কমলগঞ্জগামী) বিভিন্ন যান বাহন আটকা পড়ে।

স্থানীয়রা জানায়, সোমবার দিনভর লাউয়াছড়া ও এর আশাপাশ এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। সন্ধ্যার পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় সোমবার রাত ২টা’র দিকে ঠিলা ধসের ঘটনা ঘটে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ধসে পড়া টিলার মাটি সড়ক থেকে সরাতে কাজে নামে কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ ১৩ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ৩টার দিকে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জানতে শ্রীমঙ্গল সড়ক ও জনপদ বিভাগের ওয়েবসাইডে থাকা কর্মকর্তাদের এবং লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা মো: শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সবকটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

এদিকে শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার আনিসুর রহমান নয়া দিগন্তকে জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাত এ অঞ্চলে আরো হবে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির সিলেটে কর্মবিরতিতে ১১ হাজার চা-শ্রমিক, ক্ষতি ৬০ কোটি টাকা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় গ্রেফতার সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা কুলাউড়া রাস্তা জবর দখলের চেষ্টা : প্রতিপক্ষের হামলায় আহত ৭ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরো রক্তপাত হতো : আসিফ মাহমুদ দেবীগঞ্জে পরিত্যক্ত কাউন্টার থেকে যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড আদালতে আ’লীগ নেতার ওপর ডিম নিক্ষেপ, কারাগারে প্রেরণ

সকল