শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশী মদসহ আ: লীগ নেতা আটক
- শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৬ আগস্ট ২০২৪, ১০:৫১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ বিদেশী বিভিন্ন কোম্পানির মদসহ মিঠুন পাল নামের উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার সকালে শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ নয়া দিগন্তকে জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরতলীর উত্তরসুর এলাকায় ‘শ্রীমঙ্গল ক্লাব লিমিটেড’ নামের ওই রিসোর্টটিতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার মেজর মেজবা ও ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস উপস্থিত ছিলেন।
আটককৃত আওয়ামী লীগ নেতা মিঠুন পাল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি ওই ক্লাবের সদস্য বলেও স্থানীয়রা জানায়।
এ দিকে, মিঠুন পালকে আটকের পর সেনাবাহিনী রাতেই শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্থান্তর করে।
শ্রীমঙ্গলস্থ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার মেজর মেজবা জানান, ‘মিঠুন পাল বুধবার রাতে অতিরিক্ত মদ্যপান করে শহরতলীর সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করে। পরে সেও এলাকাবাসীর হাতে জখমপ্রাপ্ত হয়। মদ কোথায় থেকে পান করেছেন জানতে চাইলে তিনি জানান শ্রীমঙ্গল ক্লাবের সদস্য। পরে ওই ক্লাবে অভিযান করে বিপুল পরিমাণ বিদেশী মদ, নগদ ৪৫ হাজার টাকা, ৩৪৫ ইউএস ডলার, জন্মবিরতিকরণ বড়ি ও কনডম জব্দ করা হয়।
আটক মিঠুন পালকে বৃহস্পতিবার রাতেই শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
এ দিকে, স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ‘শ্রীমঙ্গল ক্লাব লিমিটেড’ নামের ওই রিসোর্টটিতে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। পাশাপাশি মদ ও জুয়ার আড্ডা বসতো প্রতিদিন। এখানে ক্লাব সদস্য ছাড়াও জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, প্রবাসীসহ বিভিন্ন প্রভাবশালীদের যাতায়াত ছিল। সে কারণে অভিযোগ কিংবা অভিযান করার সাহস কেউ দেখায়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে এটিকে স্থায়ীভাবে বন্ধের দাবিও জানান স্থানীয় বাসিন্ধারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা