বানিয়াচংয়ে কোথায়ও আক্রান্ত হইনি : সেনাবাহিনীর সাথে সভায় হিন্দু নেতারা
- এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)
- ১৩ আগস্ট ২০২৪, ১৬:২৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূজা উদযাপন পরিষদের ১৫টি ইউনিয়নের নেতৃবেন্দর সাথে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মাহি আহমেদ চৌধুরী।
এ সময় হিন্দু নেতারা বলেন, বানিয়াচংয়ে কোথাও কোনো হিন্দু বাড়িঘরে হামলাসহ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেজর মাহি আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সকল শ্রেণিপেশার মানুষের অকৃত্রিম বন্ধু এবং সকলের নিরাপত্তা দিতে আমরা সদা প্রস্তত। বানিয়াচংয়ে তাৎক্ষণিক অনাকাঙ্খিত অঘটন ঘটলেও বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। এখানে সব শ্রেণিপেশার মানুষ ও ছাত্র-জনতা সনাতন ধর্মালম্বীদের উপসনালয় ও বাড়িঘর পাহারা দিচ্ছেন, যা সম্প্রীতির মেলবনন্ধন। হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিটি ইাউনিয়নে হিন্দু কমিউনিটির সাথে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভা করে সকলকে সাহস যোগাতে পদক্ষেপ নিয়েছি আমরা।
হিন্দু নেতারা বলেন, বানিয়াচংয়ে কোথাও কোনো হিন্দু বাড়িঘরে হামলাসহ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারা বলেন, আমাদের উপাসনালয় ও বাড়িঘরের নিরাপত্তায় মুসলিম ভাইয়েরা অতন্দ্র প্রহরীর ন্যায় পাশে আছেন, এতে আমরা আনন্দিত। নেতারা আরো বলেন অতীতের ন্যায় আমরা আর কারো প্রতি একতরফাভাবে সমর্থন না করি সেবিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনই। সবাইকে মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত এবং কোনো রকম মিথ্যে গুজবে কান না দেয়ার আহ্বান জানান হিন্দু নেতারা।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, পূজা উদযাপন পরিষদের নেতা সজল কান্তি গোপ, বিপুল চন্দ্র দাস, সুপ্রিয় মোহন পাল, দেবাশীষ চৌধুরী, গৌরমণি দাস, অনুকুল দাস, সবুজ দাস, অতীষ চক্রবর্থী, বিধান কৃষ্ণ দাস, গোপেশ ঘোষ, নীপেন্দ্র দাস হীরেষ চক্রবর্তী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা